Toka Dile Bhenge Jabe Lyrics from Manobjomin is the latest Bangla song sung by Shreya Ghoshal with music also given by Joy Sarkar.Toka Dile Bhenge Jabe song lyrics written by Srijato.
Toka Dile Bhenge Jabe Song Details
Song: | Toka Dile Bhenge Jabe |
Movie: | Manobjomin |
Singer: | Shreya Ghoshal |
Lyrics: | Srijato |
Music: | Joy Sarkar |
Toka Dile Bhenge Jabe Lyrics In Bengali
টোকা দিলে ভেঙে যাবে সব নীরবতা
সব অসুখ সেরে যাবে মুখোমুখি হলে
আমাকে ভাবায় তবু একটাই কথা
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে
এ শহরে নাম নেই ঠিকানার কোনও
যে যার জানলা নিয়ে ভাগ হয়ে গেছে
ছায়ারাও কথা বলে তুমি যদি শোনো
যেখানে শিকড় ছিল দাগ হয়ে গেছে
আকাশ দেখছে ঝুঁকে মাটিপ্রবণতা
বৃষ্টিও ঝেঁপে নামে মেঘে ঝুঁকি হলে
আমাকে ভাবায় তবু একটাই কথা
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে
ছোট ঘরে ছোট ছোট মানুষ সাজানো
ব্যথা ঠিক ফিরে আসে অবসাদ চিনে
আগামীর ডাক আছে আছে পিছুটানও
মাঝে কি হবে না দেখা মানবজমিনে
কেউ বলে অভিমান কেউ অলসতা
রাস্তা হারিয়ে যায় বহুমুখী হলে
আমাকে ভাবায় তবু একটাই কথা
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে
Toka Dile Bhenge Jabe Music Video
If Found Any Mistake in above lyrics?, Please let us know using contact form with correct lyrics!