O Dibana Mon Lyrics by Iman Chakraborty is the latest Bangla song with music also given by Ashok Bhadra.O Dibana Mon song lyrics written by Deba Prasad Chakraborty.
O Dibana Mon Song Details
Song: | O Dibana Mon |
Singer: | Iman Chakraborty |
Lyrics: | Deba Prasad Chakraborty |
Music: | Ashok Bhadra |
O Dibana Mon Lyrics In Bengali
আজ একটু প্রাণের কথা বলি গো
এই তো বাতাসটাতে ঘোর লেগেছে
শোনো কি কথা বলছে সে
চোখে নেশার কাজল
কে যেন পরিয়ে দিলো
এ নেশা ভালোবাসার নেশা
এ নেশা সর্বনাশের নেশা গো
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা
ও দিবানা মন
নাচি আয় মাদল বাজে শোন
ও দিবানা মন
নাচি আয় মাদল বাজে শোন
দুস্টু বাঁশি বাজলো যখন
ডাকলো কে যে দূরে তখন
দুস্টু বাঁশি বাজলো যখন
ডাকলো কে যে দূরে তখন
কোথায় গিয়ে যাই হারিয়ে
কেউ তা জানে না ..
ও দিবানা মন
নাচে মন কি করি এখন
ও দিবানা মন
নাচে মন কি করি এখন
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা
দল বেঁধে আজ উঠি মেতে
খুশির তুফান তুলে
পায়ে পায়ে যাই মিলিয়ে
কাল কি হবে ভুলে
ও.. দল বেঁধে আজ উঠি মেতে
খুশির তুফান তুলে
পায়ে পায়ে যাই মিলিয়ে
কাল কি হবে ভুলে
নাচের বোলে পাগল হোলে
দোষ কেউ দিও না ..
ও দিবানা মন
নাচে মন কি করি এখন
কার কথা যে ভেবে ভেবে
চমক লাগে গায়ে
রিনিক ঝিনিক ছোঁয়া লাগে
আলতা পরা পায়ে
হুম.. কার কথা যে ভেবে ভেবে
চমক লাগে গায়ে
রিনিক ঝিনিক ছোঁয়া লাগে
আলতা পরা পায়ে
ভালোবাসার আগুনটা তো
জ্বলে নেভে না..
ও দিবানা মন
নাচে মন কি করি এখন
ও দিবানা মন
নাচে মন কি করি এখন
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা
O Dibana Mon Music Video
If Found Any Mistake in above lyrics?, Please let us know using contact form with correct lyrics!